রাজ্যের কোনও ডিএলএড কলেজে এবার প্রাথমিকের টেটের পরীক্ষা নেওয়া হবে না বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে। এর পরিবর্তে স্কুল কলেজগুলিকেই পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে। পর্ষদ সূত্রে খবর, রাজ্যের ১৪০০-রও বেশি পরীক্ষাকেন্দ্রে আগামী ১১ই ডিসেম্বর টেট নেওয়া হবে। বিভিন্ন জেলা থেকে আসা তালিকা অনুযায়ী এই চুড়ান্ত করা হচ্ছে পরীক্ষাকেন্দ্র। পাশাপাশি, টেট পরীক্ষা দিতে যাতে প্রার্থীদের বাড়ি থেকে বেশি দূরে যেতে না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।
কলেজে এবার প্রাথমিকের টেটের পরীক্ষা নেওয়া হবে না
রবিবার,২০/১১/২০২২
513