বিপ্লবী বটুকেশ্বর দত্তের আজ ১১৩ তম জন্মদিবস। এই উপলক্ষ্যে তার জন্ম ভিটা পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ও়ঁয়ারী গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপ্লবী বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটি আয়োজিত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিপ্লবীর জন্ম ভিটায় এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দেশের স্বাধীনতার জন্য বিপ্লবী বটুকেশ্বর দত্তের লড়াই এবং সংগ্রামকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, খন্ডঘোষের বিধায়ক নবীন বাগসহপুলিশ ও প্রশাসনের আধিকারিকগণ এবং বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্যরা। বসত বাড়ি সংলগ্ন মাঠে আজ থেকে শুরু হয়েছে তিনদিনের বিপ্লবী বটুকেশ্বর দত্ত ইতিহাস মেলা।
বিপ্লবী বটুকেশ্বর দত্তের আজ ১১৩ তম জন্মদিবস
শনিবার,১৯/১১/২০২২
965