বন্যপ্রাণী শিকারের আগেই ছক ভেস্তে দিল বনদপ্তর। জলপাইগুড়ির বৈকুন্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জের রাজফাপরি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক চোরা শিকারীকে গ্রেফতার করল ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। ধৃতের নাম অঞ্জন মিশ্রা। উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, আলেকসজেন্দ্রিয়া প্যারাকিট প্রজাতির একটি টিয়া। বৈকুন্ঠপুর বনবিভাগের এডিএফও জয়ন্ত মন্ডল জানিয়েছেন, ধৃত অঞ্জনকে জেরা করে ইতিমধ্যে আরও বেশ কিছু নাম সামনে এসেছে। সেই সূত্র ধরে আগামীতে ফের অভিযান চালানো হবে।
বন্যপ্রাণী শিকারের আগেই ছক ভেস্তে দিল বনদপ্তর
শনিবার,১৯/১১/২০২২
1009
![](https://www.banglaexpress.in/wp-content/uploads/2022/11/bono.jpeg)