টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট বোর্ড বড় পদক্ষেপ নিয়েছে, চেতন শর্মা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচক মণ্ডলী পুরো কমিটিকে সরিয়ে দিয়েছে। BCCI পাঁচজন নতুন সিনিয়র নির্বাচক পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। গতকাল এক ট্যুইট বার্তার মাধ্যমে বোর্ড এই খবর জানায়।
পুরো কমিটিকে সরিয়ে দিয়েছে BCCI
শনিবার,১৯/১১/২০২২
334