কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী আর.কে সিং নতুন দিল্লিতে জাতীয় জৈব শক্তির কর্মসূচির সূচনা করেছেন। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি পরিচ্ছন্ন উপায়ে রান্নার ক্ষেত্রে বায়োগ্যাস, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কো ফায়ারিংয়ের জন্য বায়োমাস, প্যারেড ও ব্রিগেড এবং পরিবহনের ক্ষেত্রে বায়োসিএনজি ব্যবহার করার গুরুত্ব তুলে ধরেন। শ্রী সিং গতকাল বায়ু উর্জা এবং বায়োগ্যাস পোর্টালেরও সূচনা করেছেন।
নতুন দিল্লিতে জাতীয় জৈব শক্তির কর্মসূচি
শনিবার,১৯/১১/২০২২
301