পঞ্চায়েত নির্বাচনের জন্য সীমানা পুনর্ববিন্যাস ও আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৫শে নভেম্বর। খসড়া তালিকা নিয়ে আপত্তি-অভিযোগের সময়সীমা ধার্য করা হয়েছিল দোসরা থেকে ১৬’ই নভেম্বর। পঞ্চায়েত আইন অনুযায়ী, চূড়ান্ত তালিকা প্রস্তুত হওয়ার ৪৫ দিনের মধ্যে নির্বাচন করা যায় না। সেক্ষেত্রে আগামী জানুয়ারি মাসের শেষের দিকে ভোট করার ক্ষেত্রে কোন বাধা নেই।
চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৫শে নভেম্বর
শনিবার,১৯/১১/২০২২
442