ইউক্রেন সংঘাতের প্রভাব শুধুমাত্র যে ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ তাই নয়


শুক্রবার,১৮/১১/২০২২
3863

ভারত বলেছে, ইউক্রেন সংঘাতের প্রভাব শুধুমাত্র যে ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ তাই নয়, বিশ্ব স্তরেও এর গুরুতর প্রভাব পড়ছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে আজ ইউক্রেন বিষয়ে আলোচনা চলাকালীন ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ একথা বলেন। তিনি বলেন, অতিমারির গুরুতর প্রভাব কাটিয়ে উঠার আগেই এই ধরনের সংঘাত শক্তি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রসংঘের পৃষ্ঠপোষকতায় আগামী দিনেও কৃষ্ণসাগর শস্য চুক্তি এবং সারের সরবরাহ প্যাকেজ যাতে অব্যাহত থাকে তা দেখা জরুরি বলে তিনি উল্লেখ করেন। শ্রীমতি কম্বোজ বলেন, ভারত, ইউক্রেনের পরিস্থিতি এবং সেখানকার নাগরিকদের সুরক্ষার বিষয়ে উদ্বিগ্ন। নতুন দিল্লী যুযুধান দুই পক্ষকেই অবিলম্বে সঙ্ঘর্ষ বিরতির আহ্বান জানিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট