মৎস্যচাষীদের সুবিধার্থে তাঁদের জল পরীক্ষার জন্য কিট দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। মৎস্য মন্ত্রী বলেন, এর ফলে মৎস্য চাষীরা জলে কিটের কাগজ ডুবিয়েই বুঝতে পারবেন জলের গুণগত মান।এতদিন জল পরীক্ষার জন্য কোন ব্যবস্থা ছিল না।এবার জল পরীক্ষার জন্য তাঁদের আর কোন পরীক্ষাগারে যেতে হবে না।
জল পরীক্ষার জন্য কিট দেওয়া হবে মৎস্যচাষীদের
শুক্রবার,১৮/১১/২০২২
5768