মিজোরামের রাজধানী আইজলে উত্তর পূর্বাঞ্চলের জন্য তিন দিনের দশম আন্তর্জাতিক পর্যটন মেলা আজ সন্ধ্যায় শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সরকার মনে করে পরিকাঠামো উন্নয়ন হলে তবেই পর্যটন ক্ষেত্র প্রসার লাভ করবে। সে জন্যই পর্যটন মন্ত্রক এই অঞ্চলের রাজ্যগুলিতে আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করছে। মন্ত্রী জানান এই পর্যটন মেলায় জি-টুয়েন্টি গোষ্ঠীর দেশগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কারণ ভারত এক বছরের জন্য এই গোষ্ঠীর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে।
উত্তর পূর্বাঞ্চলের জন্য তিন দিনের দশম আন্তর্জাতিক পর্যটন মেলা
শুক্রবার,১৮/১১/২০২২
236