এনফোর্সমেন্ট নির্দেশালয় – ED আজ অবৈধ খনি মামলায় অর্থ পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করবে। তিন সদস্যের ED আধিকারিকের একটি দল ইতোমধ্যেই রাঁচিতে এসে পৌঁছেছে। তাঁরা ২০০ টির বেশী প্রশ্ন করবেন বলে, সূত্রের খবর।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ
বৃহস্পতিবার,১৭/১১/২০২২
431