রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেক শ্রমিককে চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই পে-স্লিপ দিতে হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ না মানা হলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে ১৫ ডিসেম্বর থেকে রাজ্যের শ্রম দফতর পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া শুরু করে দেবে বলে দফতরের মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন।স্থায়ী শ্রমিকের পাশাপাশি ঠিকা শ্রমিকদেরও পে স্লিপ দিতে হবে বলে, শ্রম দফতরের তরফে জানানো হয়েছে।
স্থায়ী শ্রমিকের পাশাপাশি ঠিকা শ্রমিকদেরও পে স্লিপ দিতে হবে
বুধবার,১৬/১১/২০২২
724