উত্তরাখন্ডের আওলিতে আজ ভারত মার্কিন ১৮-তম যৌথ সামরিক মহড়া শুরু হচ্ছে। ১৫ দিন ব্যাপী এই মহড়ার কেন্দ্রে থাকবে উঁচু পাহাড়ী এলাকা এবং প্রচন্ড ঠাণ্ডা আবহাওয়ায় যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধাভ্যাস নামে এই মহড়া, প্রতিবছর ভারতীয় ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। এর লক্ষ্য, সেরা কৌশল, পদ্ধতি, অনুশীলন ও টেকনিক বিনিময় । ২০২১-এ যৌথ সামরিক মহড়া হয়েছিল আমেরিকার আলাস্কায়। এবারের যুদ্ধাভ্যাসে অংশ নিচ্ছে মার্কিন সেনা বাহিনীর একাদশতম এয়ারবোর্ন ডিভিশনের সেকেন্ড ব্রিগেড এবং ভারতীয় সেনার আসাম রেজিমেন্ট।
ভারত মার্কিন ১৮-তম যৌথ সামরিক মহড়া শুরু
বুধবার,১৬/১১/২০২২
596