গত কয়েক বছর আগে ১৪ই নভেম্বর উড়িষ্যা’কে হারিয়ে বাংলা রসগোল্লার জিওগ্রাফিকাল ইন্ডিকেশন বা জিআই স্বীকৃতি পায়। সাফল্যের সেই দিনটিকে স্মরণে রেখে বাংলার রসগোল্লা প্রেমীরা এই দিনটিকে রসগোল্লা দিবস হিসেবে পালন করে থাকেন। এই উপলক্ষে উত্তর কলকাতার গৌরী মাতা উদ্যানে সাড়ম্বরে পালিত হবে এই দিনটি। মিষ্টান্ন ব্যবসায়ীদের অন্যতম সংগঠন মিষ্টি উদ্যোগ এই অনুষ্ঠানের আয়োজক।
রসগোল্লা দিবস
সোমবার,১৪/১১/২০২২
2482