রাজ্য সরকার চলতি শিক্ষা বর্ষে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে টাকা বিলি করার কাজ শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে অংশ নিয়ে দ্বাদশ শ্রেণীতে পাঠরত বাছাই করা কয়েকজন ছাত্রছাত্রীর হাতে এই প্রকল্পে ট্যাব বা স্মার্ট ফোন কেনার জন্য এককালীন ১০ হাজার টাকার চেক তুলে দেবেন। এরপরে রাজ্যের সব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে সরাসরি এই পরিমাণ টাকা পাঠানো হবে।
এবার ছাত্র-ছাত্রীদের মধ্যে টাকা বিলি করার কাজ শুরু
সোমবার,১৪/১১/২০২২
409