রেললাইনে বিস্ফোরণের তদন্ত জোরকদমে


সোমবার,১৪/১১/২০২২
208

রাজস্থানের উদয়পুরে রেললাইনে বিস্ফোরণের তদন্ত জোরকদমে চলেছে। গত শনিবার রাতে উদয়পুরের কেওরা-কি-নাল এলাকায় ওরহা ব্রিজে বিস্ফোরণে রেললাইনের ক্ষতি হয়। ওই পথ দিয়েই আসারওয়া-উদয়পুর এক্সপ্রেসের যাওয়ার কথা ছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, জঙ্গি দমন বাহিনী – ATS, জাতীয় তদন্তকারী সংস্থা – NIA এবং রেল নিরাপত্তা বাহিনী – RPF, বিষয়টির তদন্ত করছে। অপরাধীদের দ্রুত বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট