জম্মু কাশ্মীরের ডোডা জেলায় এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে তিন সরকারী কর্মী প্রাণ হারিয়েছেন। ঘটনায় গুরুতর জখম আরো একজন। আজ সকাল পৌনে এগারোটা নাগাদ জম্মু থেকে ডোডা যাবার সময় সড়ক ও সেতু দপ্তরের একটি গাড়ী কিস্তোয়ার জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে দুশো মিটার গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। আহত সুপারেন্টেন্ডিং ইঞ্জিনিয়ার সুরেশ কুমারের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় কমপক্ষে তিন সরকারী কর্মী প্রাণ হারিয়েছেন
সোমবার,১৪/১১/২০২২
279