ক্ষমা প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি


সোমবার,১৪/১১/২০২২
385

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কারা মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। আজ নবান্নে সাংবাদিকদের তিনি জানান অখিল গিরিকে দলের তরফে সতর্ক করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সকলে শ্রদ্ধা করি। সম্মান করি এবং সি ইজ এ আইলি রেস্পেক্টেড লেডি। তাঁর সম্বন্ধে অখিলের এই মন্তব্য করাটা ঠিক হয়নি, এবং এটাকে আমরা নিন্দা করেছি, এবং পার্টি থেকে ওকে কসান করাও হয়ছে। আমরা ওর এই ওপিনিয়নটাকে সাপোর্ট করিনা। ওকে বলে দেওয় হয়েছে ফারদার এটা যেন না বলা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট