নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে জুভেনাইল জাস্টিস হোমের ব্যবস্থাপনায় আজ ‘শিশু দিবস’ উদযাপন করা হয়। জওহরলাল নেহরুর ছবিতে মাল্য দান সহ শিশুদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, জুভেনাইল জাস্টিস হোমের সুপার সঞ্চিতা গিরি, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার দেবশ্রী ত্রিপাটি ব্যানার্জি ও ঈপ্সিতা জানা সহ অন্যান্য সমাজকর্মীবৃন্দ। জেলা প্রশাসনের উদ্যোগে আজকের অনুষ্ঠানে নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির হোমের আবাসিক শিশুরা যোগদান করে। আগামী ৭দিন ধরে শিশু অধিকার সপ্তাহ পালনের নানান কর্মসূচি নেওয়া হয়েছে। খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান কর্মসূচি নেওয়া হয়েছে।
জুভেনাইল জাস্টিস হোমের ব্যবস্থাপনায় আজ ‘শিশু দিবস’ উদযাপন
সোমবার,১৪/১১/২০২২
363