দেশে করোনা শুরু হওয়ার পর একদিকে মানুষ যেমন বিভিন্ন সমস্যায় পরেছে তেমন করে মানুষ কর্মসংস্থানের জন্য নতুন কাজের সন্ধান পেয়েছে বা অনেকে এক পেশা ছেড়ে অন্য পেশা শুরু করেছেন৷ অল্প জায়গায় মাশরুম চাষ করে কর্মসংস্থানের পথ দেখাচ্ছেন মাটিগাড়া ব্লক এলাকার ঠিকনিকাটা গ্রামের বাসিন্দা হীতেন্দ্রনাথ রায়৷ তিনি বিগত আট বছর ধরে মাশরুম চাষ করছেন৷ এই মাশরুম চাষ করে বেকার ছেলে-মেয়েদের স্বনির্ভর হওয়ার রাস্তা দেখাচ্ছেন তিনি৷
বেকার সমস্যা দুর করতে বা বিকল্প আয়ের পথ দেখাচ্ছে মাশরুম চাষ।
শনিবার,১২/১১/২০২২
6048