জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয়েছে দু’দিনের যুব সংসদ প্রতিযোগিতা


শনিবার,১২/১১/২০২২
561

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবনে দুই বর্ধমান, বীরভূম এবং হুগলী এই চার জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয়েছে দু’দিনের যুব সংসদ প্রতিযোগিতা। ডিভিশনাল পর্যায়ের এই প্রতিযোগিতার আজ উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সুজিত চৌধুরী সহ অন্যান্যরা। বিভিন্ন স্কুল, কলেজ থেকে ৩২০ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেন। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, যুব সমাজের মধ্যে যুব সমাজের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হতে হবে, তবেই নাগরিক ব্যবস্থা সুদৃঢ় হবে। তাই এই ধরণের প্রতিযোগিতার গুরুত্ব বাড়ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট