১৫ ডিসেম্বর শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২২শে ডিসেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনে নভেম্বরেই এই উৎসব হত। কিন্তু করোনাকাল সব কিছু বদলে দিয়েছিল। ২০২১–এ ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২–এর এপ্রিল মাসে পিছিয়ে যায়। এবারে আর ছোট করে নয়, সাধারণ মানুষ যাতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারেন তাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামকেই বেছে নেওয়া হচ্ছে। আমন্ত্রণ জানানো হয়েছে অমিতাভ বচ্চন–সহ বচ্চন পরিবারকে। বিশিষ্ট অতিথি হিসেবে শাহরুখ খান–সহ বলিউডের অনেক তারকাই আমন্ত্রিত। তবে নিশ্চিত না হয়ে এখনই অতিথিদের নাম প্রকাশ্যে আনতে রাজি নন উৎসব কর্তৃপক্ষ। উদ্বোধনী সিনেমার নামও ঠিক হয়নি।
১৫ ডিসেম্বর শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
শুক্রবার,১১/১১/২০২২
700