বাজরা রপ্তানীতে উৎসাহ দিতে, কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করেছে। এর আওতায় বাজরা রপ্তানীকারক, কৃষক এবং ব্যবসায়ীদের সারা বিশ্বে ১৬টি আন্তর্জাতিক বানিজ্য এক্সপো ও ক্রেতা-বিক্রেতা সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে। বিদেশে ভারতীয় মিশনগুলিকে, বাজরার ব্র্যান্ডিং এবং প্রচারের দায়িত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, রাষ্ট্রসংঘ ২০২৩ সালকে আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসাবে পালনের ঘোষণা করেছে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ বাজরা উৎপাদক দেশ। সবচেয়ে বড় বাজরা উৎপাদক রাজ্য গুলি হলো রাজস্থান, মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাট, এবং মধ্যপ্রদেশ