অপুষ্টির সমস্যা মোকাবিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্কুলের মিড-ডে মিল প্রকল্পের পর রাজ্য সরকার এবার রেশনেও বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন চাল বা ফর্টিফায়েড রাইস সরবরাহ করবে। কেন্দ্রীয় সরকার আগামী বছরের জানুয়ারি মাস থেকে দেশ জুড়ে রেশনে এই চাল সরবরাহ শুরু করার পরিকল্পনা নিয়েছে। তবে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, উত্তর দিনাজপুর সহ রাজ্যের বেশ কিছু জেলায় ইতমধ্যেই পরীক্ষামূলকভাবে রেশনে ওই চাল উপভোক্তাদের দেওয়া হচ্ছে বলে খাদ্য দপ্তর সূত্রে খবর।
রেশনেও বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন চাল বা ফর্টিফায়েড রাইস
বৃহস্পতিবার,১০/১১/২০২২
408