লেভেল ক্রসিংয়ের আটকে পড়ে টোটো , ছিলেন তিন অন্তঃস্বত্ত্বা


বুধবার,০৯/১১/২০২২
852

পূর্ব বর্ধমানের মেমারির ইলামপুরের লেভেল ক্রসিংয়ের একটি টোটো রেল লাইনে আটকে পড়ে। টোটোতে ছিলেন তিন অন্তঃস্বত্ত্বা মহিলা। তাঁরা মেমারি গ্রামীন হাসপাতালে চিকিৎসা করিয়ে ফিরছিলেন। ট্রেন আসার খবর পেয়েও লেভেল ক্রসিংয়ের গেট ফেলতে পারছিলেন না গেট কিপার। মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি ঘটনাটি দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির সাহায্য নিয়ে রেল লাইনে ফেঁসে যাওয়া টোটোটিকে লাইন পার করিয়ে দেন। বড়সড় বিপদের হাত থেকে বাঁচেন টোটো চালক এবং তিন অন্তঃস্বত্ত্বা।

স্বপন বিষয়ী বলেন, মেমারি এলাকায় থাকা রেলের তিনটি লেভেল ক্রসিংই মরণ ফাঁদে পরিণত হয়েছে। সমস্যায় পড়ে এলাকার বাসিন্দারা। লেভেল ক্রসিংগুলি দ্রুত মেরামতির জন্য রেল দপ্তরকে জানাবেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট