শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক, ১৫১০ খ্রিস্টাব্দের জুন মাসে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়, বালা এবং মর্দানা নামে তাঁর দুই সহচরকে নিয়ে পাঞ্জাব থেকে পুরী যাবার সময়, কয়েকদিন বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করেছিলেন। শিখ ধর্মগ্রন্থে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রামগড়ের কথা উল্লেখ রয়েছে। আজ তাঁর জন্মদিনে চন্দ্রকোনার রামগড় গ্রামের সেই স্থানে গড়ে ওঠা গুরুদুয়ারাতে বিশেষ পূজা-পাঠের পাশাপাশি লঙ্গরের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যের ঝাড়খন্ড, উড়িষ্যা থেকেও এই ঐতিহাসিক এবং ধর্মীয় স্থানটিতে শিখ ধর্মাবলম্বীরা আসছেন তাঁদের শ্রদ্ধা নিবেদনের জন্য।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় গুরুদুয়ারাতে বিশেষ পূজা-পাঠ
বুধবার,০৯/১১/২০২২
2890