ভারত দায়িত্ব নিতে চলেছে আগামী পয়লা ডিসেম্বর


বুধবার,০৯/১১/২০২২
536

G-20 র সভাপতি হিসেবে ভারত দায়িত্ব নিতে চলেছে আগামী পয়লা ডিসেম্বর। ভারতের এই সভাপতিত্বের লোগো, থিম এবং ওয়েবসাইট আজ ভার্চুয়ালি প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক গুরুত্বএর বিভিন্ন ইস্যুতে বিশ্বের কর্মসুচির ক্ষেত্রে অবদান জোগানো এক অভিনব সুযোগ ভারতকে এনে দেবে G-20 র সভাপতিত্ব।এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এক গভীর সংকট ও জটিল পরিস্থিতির মধ্যে ভারত এই দায়িত্ব নিতে চলেছে।গোটা বিশ্ব কোভিড ১৯ অতিমারির ধ্বংসাত্মক প্রভাবের জের এখনও কাটিয়ে উঠতে পারেনি। রয়েছে সংঘাত এবং প্রভূত অর্থনৈতিক অনিশ্চয়তা। G-20 লোগো আশার প্রতীক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট