পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৭৫ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও ৫০ হাজারের গণ্ডি পেরিয়ে গেছে। শীতের শুরুতেও এই মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে না আসায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই ৫ জেলায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।
কলকাতা ও সল্টলেকে গতকাল ৩ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।