প্যারিস চুক্তির রূপায়ণ নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন- COP-27 গতকাল শুরু হয়েছে। মিশরের শর্ম আল শেখে আয়োজিত এই সম্মেলনে চলবে এমাসের ১৮তারিখ পর্যন্ত। ভারতীয় প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন বন, জলবায়ু এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব। গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধ, জ্বালানি, খাদ্য, জল ইত্যাদি ক্ষেত্রে বিশ্বের মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সে বিষয়ে সম্মেলনে আলোচনা হবে।
রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন- COP-27 শুরু
মঙ্গলবার,০৮/১১/২০২২
571