প্রাথমিক শিক্ষা পর্ষদ আসন্ন টেট পরীক্ষার প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থীর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, ১১ই ডিসেম্বর টেট পরীক্ষা চলাকালীন সমগ্র প্রক্রিয়াটি ক্যামেরা বন্দী করা হবে। এছাড়াও পরীক্ষার্থীদের মুখমন্ডল এবং সই স্ক্যান করে নেওয়া হবে ব্যায়োমেট্রিক অ্যাটেনডেন্স। কোনো ভুয়ো পরীক্ষার্থী যাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে, সেইজন্যই এই উদ্যোগ। এবারের টেট পরীক্ষায় রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন পত্র জমা দিয়েছেন। যেকোনো রকম বিতর্ক এড়াতে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আলাদা প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে। সিল করা প্রশ্নপত্র পরীক্ষার্থীরা নিজে হলে বসে খুলবেন। গোটা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রাথমিক শিক্ষা পর্ষদ, বিশেষ নজর দিচ্ছে বলে জানানো হয়েছে।
পরীক্ষা চলাকালীন সমগ্র প্রক্রিয়াটি ক্যামেরা বন্দী করা হবে
মঙ্গলবার,০৮/১১/২০২২
466