উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় সাম্প্রতিক আইইডি বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে জম্মু কাশ্মীরের সোপোর থানার পুলিশ দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে। কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহা নির্দেশক বিজয় কুমার এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, ইরশদ গানাই এবং ওয়াসিম রাজা নামে ধৃত দুজনের কাছ থেকে দুটি রিমোট চালিত আইইডি ও ডিটোনেটর পাওয়া গেছে। এবিষয় তদন্ত চলছে।
কাশ্মীরে বিস্ফোরণের ঘটনায় দুই জঙ্গিকে গ্রেপ্তার
মঙ্গলবার,০৮/১১/২০২২
311