নবদ্বীপ ধামে রাস পূর্ণিমা মেলা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী কাল ও পরশু ব্যান্ডেল-কাটোয়ার মধ্যে একজোড়া EMU স্পেশাল ট্রেন চালাবে। ডাউন EMU স্পেশাল ট্রেন কাটোয়া থেকে বিকেল ৪ টা১০মিনিটে ছাড়বে এবং আপ EMU স্পেশাল ট্রেন ব্যান্ডেল থেকে সন্ধ্যা ৬ টা৩৫মিনিটে এ ছেড়ে রাত ৮ টা ৪৫ মিনিটে কাটোয়া পৌঁছাবে বলে পূর্ব রেল সূত্রের খবর।
ব্যান্ডেল-কাটোয়ার মধ্যে একজোড়া EMU স্পেশাল ট্রেন
মঙ্গলবার,০৮/১১/২০২২
657