আজ পূর্ণ গ্রাস চন্দ্র গ্রহণ। গ্রহণ শুরু হবে দুপুর ২ ট ৩৯ মিনিটে। পূর্ণ গ্রাস শুরু হবে ৩ টে ৪৬ মিনিট থেকে । ভারতে, চাঁদ ওঠার সময়ে বেশিরভাগ জায়গা থেকেই গ্রহণ দৃশ্যমান হবে। তবে কোন জায়গা থেকেই গ্রহণের শুরু অথবা পূর্ণগ্রাস প্রত্যক্ষ করা যাবেনা বলে ভূবিজ্ঞান মন্ত্রক জানিয়েছে, কারণ তা শুরু হয়ে যাবে চন্দ্রোদয়ের আগেই। দেশের পূর্বাঞ্চল থেকে দেখা যাবে পূর্ণগ্রাস ও গ্রহণের শেষাংশ। দেশের বাকি অংশ থেকে প্রত্যক্ষ করা যাবে শুধুমাত্র আংশিক গ্রহণ। কলকাতা, গুয়াহাটি সহ পূর্বাঞ্চলের শহরগুলিতে চন্দ্রোদয়ের সময় থেকে গ্রহণ দৃশ্যমান হবে। পরে তা ধাপে ধাপে পুরোটাই দেখা যাবে। কলকাতায় আকাশে চাঁদ ওঠার পরে ২০ মিনিট পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। আংশিক গ্রহণ দেখা যাবে ১ ঘণ্টা ২৭ মিনিট। সন্ধ্যে ৬ টা ১৯ মিনিটে গ্রহণ পুরোপুরি ছাড়বে।
আজ পূর্ণ গ্রাস চন্দ্র গ্রহণ
মঙ্গলবার,০৮/১১/২০২২
418