শীত দোরগোড়ায়। শীতের শুরু থেকে সুন্দরবনের জঙ্গল থেকে বারে বারে লোকালয়ে চলে আসে বাঘ ও অন্যান্য জন্তু। গতবছরে একাধিকার লোকালয়ে বাঘ চলে এসেছিল। লোকালয়ে চলে আসার পর বন্যজন্তুকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। লোকালয়ে ক্ষতির আশঙ্কা থাকে। পাশাপাশি বন্যজন্তুর সঙ্গে মানুষের সংঘাত তৈরি হয়। বন্যজনন্তুদের ওপর আক্রমণও করে অনেক সময়। সুন্দরবনে বাঘে-মানুষে সংঘাত কমাতে ও বন্যজন্তুদের সম্পর্কে সচেতনতা বাড়াতে দক্ষিণ ২৪ পরগনা বনদপ্তরের পক্ষ থেকে শুরু হল সচেতনতা প্রচার। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে চলছে মাইকিং। এছাড়া বন্যপ্রাণীদের সম্পর্কে সচেতনতা বাড়াতে স্কুলপড়ুয়া ও এলাকার বাসিন্দাদের নিয়ে করা হয় র্যালি। পড়ুয়াদের মুখে ছিল নানান বন্যজন্তুর মুখোশ। দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন মণ্ডল জানিয়েছেন, সুন্দরবনে বাঘ ও মানুষের সহাবস্থান বাড়াতে এই প্রচার। এছাড়া বন্যজন্তুদের সম্পর্কেও সচেতন হতে হবে।
বনদপ্তরের পক্ষ থেকে শুরু হল সচেতনতা প্রচার
রবিবার,০৬/১১/২০২২
646