নন্দনে “হাওয়া” সিনেমা দেখতে যাওয়ার আগে সাবধান ! নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা “হাওয়া” দেখতে এসে চরম বিশৃঙ্খলার সাক্ষী থাকলো কলকাতা সিনেমা প্রেমী দর্শক। ৪-৫ ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়েও মেলেনি সিনেমা দেখার সুযোগ, অভিযোগের তীর বাংলাদেশ উপ হাই কমিশনের দিকে। কলকাতা নন্দন ১ এ এদিন ২ টি মাত্র শো ছিল , নন্দন ১ এর আসন সংখ্যা মোটামুটি ৯০০ , মিডিয়া থেকে আমরা বাংলাদেশ উপ হাই কমিশনের এক কর্ম কর্তার কাছে জানার চেষ্টা করি এই শো এর জন্য কোনো “কার্ড বা পাস ” এর ব্যবস্থা আছে কি না ? আমাদের জানানো হয় কোনো “কার্ড বা পাস ” এর ব্যবস্থা নেই , যিনি আগে আসবেন তিনি আগে টিকিট পাবেন। কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ে , লাইনে ৫-৬ হাজার লোক ৪-৫ ঘন্টা দাঁড়িয়ে থাকলেও বহু সংখক মানুষ “কার্ড বা পাস ” নিয়ে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা লোকজনের সামনে থেকেই প্রবেশ করে। অনেকে অভিযোগ করেন এই “কার্ড বা পাস ” নাকি সুবিধার বিনিময়ে পাওয়া যাচ্ছে , যা সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রশ্ন হলো যদি আসন সংখ্যা ৯০০ হয় তাহলে তার ৫-৬ গুন সিনেমা প্রেমীদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখার মানে কি ? এমনকি বয়স্ক সিনেমা প্রেমীদের জন্যও আলাদা কোনো লাইন রাখা হয় নি। “বাংলাদেশ উপ হাই কমিশনের” কোনো কর্মকর্তা কি দেখেন নি এতো পরিমান মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ? কেন আসন সংখ্যার ৫-৬ গুন বেশি সিনেমা প্রেমীদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখা হলো ? তবে কি “বাংলাদেশ উপ হাই কমিশন” বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জনপ্রিয়তা সম্পর্কে ওয়াকিবহাল ছিল না ? এই ধরণের অনেক প্রশ্ন উঠছে , প্রশ্ন উঠছে “বাংলাদেশ উপ হাই কমিশনের” এই ধরণের বড়ো ইভেন্ট পরিচালনা করার যোগ্যতা নিয়ে।
প্রথমদিনে ২৯ অক্টোবর ছিল ২টি শো , যেখানে পচিমবঙ্গের দূর দুরন্ত থেকে অগণিত চঞ্চল চৌধুরী ভক্তরা এসেছিলেন “হাওয়া” সিনেমা দেখতে , যার মধ্যে ভোর বেলা থেকে যারা খাওয়া দাওয়া ভুলে ৫-৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন , কিছু সংখ্যক সৌভাগ্যবানেরা এদিন দেখতে পেয়েছেন সিনেমাটি কিন্তু অনেক বেশি সংখক চঞ্চল ভক্তকে বাড়ী ফিরতে হয় ভাঙা মন নিয়ে ! তবে প্রশংসা করতে হয় কলকাতা পুলিশকে , যারা অক্লান্ত পরিশ্রম করে পরিস্থিতি সামাল দিয়েছেন।
বিস্তারিত জানতে দেখুন আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট।
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…
কলকাতা, ১০ নভেম্বর ২০২৪: অ্যাবাকাস প্রশিক্ষণের অন্যতম শীর্ষ সংস্থা, এসআইপি অ্যাকাডেমি, কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে…