ঘূর্ণিঝড় সিত্রাং, অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে বরিশালের কাছে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া। ঝড় এবং বৃষ্টির দাপট বেশি উপকূলবর্তী এলাকায়। আজ বেলা সাড়ে ১১-টা নাগাদ এই ঝড় সারগদ্বীপ থেকে ৩-শো কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে কেন্দ্রীভূত ছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, কলকাতায় বৃষ্টি হবে হাল্কা থেকে মাঝারি। ঝড়ের গতিবেগও ঘণ্টায় ৪০ থেকে থেকে ৫০ কিলোমিটারের বেশি হবে না। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে সুন্দরবন এলাকায়।
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আজ মধ্যরাত থেকে প্রভাব পড়বে
সোমবার,২৪/১০/২০২২
928