টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চ থেকে পুলিশি উচ্ছেদ, প্রতিবাদে রাজপথে বিজেপি


শুক্রবার,২১/১০/২০২২
818

গতকাল রাতের অন্ধকারে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের যেভাবে নির্মম ভাবে অনশন মঞ্চ থেকে পুলিশ বলপূর্বক ভাবে করুণাময়ী থেকে উচ্ছেদ করা হলো তারই প্রতিবাদে, বিজেপির যুব মোর্চার তরফ থেকে আয়োজন করা হয়েছে বিশাল প্রতিবাদ মিছিল। এই মিছিল ধর্মতলার ভিক্টোরিয়া হাউস এর সামনে আসার পরই পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়। তখনই রাজপথে বসে পড়েন অগ্নিমিত্রা পল সহ বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ সহ বিজেপি যুব মোর্চার একাধিক নেতৃত্বরা।। তারপরই রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুষপুত্তলিকা দহন করা হয়। এরপর পুলিশের তরফ থেকে ঘটনাস্থলে পৌঁছায় পাঁচটি প্রিজন ভ্যান। আপাতত পক্ষে যেটা গেরুয়া শিবির সূত্রে আমরা খবর পাচ্ছি প্রায় ৫০ থেকে ৬০ জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, রয়েছেন আসানসোলের বিধায়িকা অগ্রিমিত্রা পল, বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ সহ একাধিক যুব মোর্চার সমর্থকরা। এখানে অগ্রিমিত্রা পল দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত তার বদলে আমরা চাকরি দেব।

https://youtu.be/GA9aM9RtFa4

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট