আজ কলকাতার মাতঙ্গিনী হাজরা মূর্তির কাছে আন্দোলনকারী 2017 টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা APC ভবন অভিযানের ডাক দেয়। সেই মতোই প্রায় এক হাজারেরও বেশি সংখ্যক চাকরি প্রার্থী তারা সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে জমায়েত করে। সেখান থেকে এপিসি ভবনে মিছিল করে আসার সময় বিধান নগর পুলিশ মিছিল আটকায়। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের। এরপরই চাকরিপ্রার্থীরা সল্টলেক ১০ নম্বর ট্যাংক এর কাছে সার্ভিস রোডে বসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি ২০১৭ তে উত্তীর্ণ সকল চাকরিপ্রার্থীদের কে নিয়োগ করতে হবে।
২০১৪ -র পর এবার ২০১৭ টেট চাকরি প্রার্থীদের APC ভবন অভিযান
বৃহস্পতিবার,২০/১০/২০২২
805