আন্দামান সাগর উত্তর আন্দামান সাগর এবার সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর সাউথ বেঙ্গল আজ সকালে কুড়ি তারিখ একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে । এই নিম্নচাপটি ইনিশিয়ালি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২২ তারিখ নাগাদ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ পরিণত হবে । ওভার ইস সেন্ট্রাল সাউথ ইস্ট ব্যাঙ্ক অফ বেঙ্গলি পরবর্তী ক্ষেত্রে আর একটু অগ্রসর হয়ে ২৩ তারিখ নাগাদ এটা পরিণত হবে । ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার পরে এর মুভমেন্ট একটু রিকার করবে নট টালি মুভমেন্ট হবে শুরুতে যেটা ছিল উত্তর-পশ্চিম দিকে সেটা তারপরে উত্তর দিকে চব্বিশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর থেকে ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অবসর হয়ে ২৫ তারিখ আমাদের বাংলাদেশ কোস্ট কাছে আসবে । এরপরের ফর্দার মুভমেন্ট টা নেক্সট আপডেট দেওয়া হবে ফলে ২৪ এবং ২৫ এই দুদিন মূলত কোস্টাল ডিসটিক অর্থাৎ চব্বিশ পরগনার পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরলে বৃষ্টি হবে এবং বাকি জেলা গুলোতে হালকা বৃষ্টি হবে ২৪ এবং ২৫ দুদিন আইসোলেটেড ভারী বৃষ্টি শুধুমাত্র দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় হবে । ওয়ার্নিং এই মুহূর্তে যেটা আছে শুধু মৎস্যজীবীদের জন্য সমস্ত মৎস্যজীবীদের ২৩ তারিখে সকাল থেকেই মাছ ধরতে যাওয়া নিষেধ। যারা অলরেডি মনুষ্যত্বের সমুদ্রে চলে গেছেন তারা বাইশের রাতে ফিরে আসতে বলা হয়েছে কন্টিনিউ সিস্টেমকে মনিটরিং করা হচ্ছে পরে আবার আপডেট দেয়া হবে আজকে কুড়ি তারিখ সমগ্র পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। ফলে আপাতত বাড়ি সবডি ওয়েদার শুকনো থাকবে। ২৩ তারিখ থেকে একটু মেঘলা শুরু হবে সন্ধ্যার পর থেকে বা রাত্রের দিকে ।
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…
কলকাতা, ১০ নভেম্বর ২০২৪: অ্যাবাকাস প্রশিক্ষণের অন্যতম শীর্ষ সংস্থা, এসআইপি অ্যাকাডেমি, কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে…