ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ দমদম পুরসভার সামনে বিক্ষোভ


সোমবার,১৭/১০/২০২২
2770

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিজেপির পক্ষ থেকে আজ দক্ষিণ দমদম পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে দলের মুখপাত্র ও নেতা বিমল শঙ্কর নন্দের নেতৃত্বে এক প্রতিনিধিদল পৌরপ্রধান কস্তুরী চৌধুরীর সঙ্গে দেখা করে তাঁদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। এরপর বিমল শঙ্কর নন্দ সাংবাদিকদের বলেন, বিগত সাতদিনে পুরএলাকায় এক কিশোর ও এক গৃহবধূর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বর্তমানে শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত।

পৌরপ্রধান কস্তুরী চৌধুরী জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেক কমেছে, বর্তমানে আক্রান্তের সংখ্যা ৪৩ জন। সরকারী নির্দেশিকা মেনেই তেল স্প্রে, বন্ধ বাড়িতে ঢুকে জঞ্জাল পরিষ্কার ও নিয়মিত সচেতনতা প্রচার চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট