রাজ্য সরকার, গৃহহীন নির্মাণ শ্রমিকদের বিনা খরচে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে । শ্রম দফতরের অধীন শ্রমিক কল্যাণ পর্ষদ, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বাড়ি তৈরি করে দেবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। শ্রম দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে প্রায় 40 লক্ষ নির্মাণ শ্রমিক সামাজিক সুরক্ষা যোজনার পোর্টালে নাম লিখিয়েছেন। তাঁদের মধ্যে সাড়ে 17 লক্ষের আধার-সহ যাবতীয় নথি যথাযথ রয়েছে। এঁদের মধ্যে নিজস্ব বাড়ি নেই এমন নির্মান শ্রমিকদের তাঁদের এই প্রকল্পের আওতায় আনার কথা ভাবা হচ্ছে। যে সব শ্রমিকের গ্রামে নিজস্ব জমি রয়েছে, তাঁদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হবে। যাঁদের জমি নেই, তাঁদের জন্য গ্রামে সরকারি জমিতে বহুতল ফ্ল্যাট তৈরি করে দেওয়া হতে পারে। শুধু গ্রামীণ ক্ষেত্রে নয়, শহরেও এমন ফ্ল্যাট গড়তে চাইছে বোর্ড।
গৃহহীন নির্মাণ শ্রমিকদের বিনা খরচে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা
সোমবার,১৭/১০/২০২২
600