প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামীকাল নতুন দিল্লীর ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে পিএম কিষাণ সম্মান সম্মেলন ২০২২ –এর উদ্বোধন করবেন। সারা দেশ থেকে ১৩ হাজার কৃষক এবং ১৫ হাজার নতুন কৃষি উদ্যোগী এতে অংশ নেবেন। বিভিন্ন প্রতিষ্ঠানের এক কোটিরও বেশি কৃষিজীবী মানুষ ভার্চুয়ালি এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গবেষক, নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট আরও অনেকে সম্মেলনে অংশ নেবেন। শ্রী মোদী ৬০০ প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রেরও উদ্বোধন করবেন। এই কেন্দ্রগুলি থেকে কৃষিকাজে প্রয়োজনীয় তথ্য, মাটি পরীক্ষা, বীজ এবং সার প্রদান সহ কৃষি সংক্রান্ত বিভিন্ন সহায়তা দেওয়া হবে।
আগামীকাল PM কিষাণ সম্মান সম্মেলন ২০২২
রবিবার,১৬/১০/২০২২
1273