পাঁচটি আলাদা পথে গুজরাট গৌরব যাত্রার সূচনা


বুধবার,১২/১০/২০২২
351

বিজেপি আজ এবং আগামীকাল পাঁচটি আলাদা পথে গুজরাট গৌরব যাত্রার সূচনা করতে চলেছে। দলের সর্ব ভারতীয় সভাপতি জগত্প্রকাশ নাড্ডা আজ প্রথম দুটি পথে এই যাত্রা শুরু করবেন। বাকি তিনটি পথে আগামীকাল যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাট গৌরব যাত্রার প্রথম পথটি যাবে মেহসানা জেলার বহুচরাজী থেকে কচ্ছের মাতা-না-মধ পর্যন্ত। দ্বিতীয়টি দ্বারোকা থেকে শুরু হয়ে সৌরাষ্ট্রের পোরবন্দর পর্যন্ত যাবে। বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যেই এই যাত্রা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট