সুন্দরবনের পিরখালির জঙ্গল থেকে একটি পূর্ণ বয়স্ক বাঘ আচমকাই বেরিয়ে আসে। সেটি জঙ্গলের নাইলনের বেড়া টপকে সরাসরি ঢোকার চেষ্টা করে বন দফতরের বাঘনা বিট অফিসে। বিষয়টি সাথে সাথেই নজরে আসে বনকর্মীদের। তাঁরা মুহূর্তেই বাঘকে তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করেন। বাঁশ, লাঠি বাঘের দিকে ছুঁড়ে বেশ খানিক্ষনের প্রচেষ্টায় সেটিকে জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন বনকর্মীরা। গোটা বিট অফিস লোহার তারের বেড়া দিয়ে ঘেরা থাকায় বাঘটি বিট অফিসের একেবারে ভেতরে ঢুকতে পারে নি। নাহলে বিপদ ঘটতে পারত বলেই দাবি বনকর্মীদের।
একটি পূর্ণ বয়স্ক বাঘ আচমকাই বেরিয়ে আসে
বুধবার,১২/১০/২০২২
1106