ভারতীয় ডাক বিভাগ, গ্রাহকদের সুবিধার্থে know your postman নামে একটি নতুন অ্যাপ চালু করছে। পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশি জানিয়েছেন, ডাক পরিষেবাকে গ্রাহকদের দুয়ারে পৌঁছে দিতেই এই উদ্যোগ। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা নিজের এলাকার পোস্টম্যানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে চিঠিপত্র সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। ডাক সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে চলতি সপ্তাহেই এই অ্যাপের সূচনা হবে। শ্রীমতি চারুকেসি বলেন, ৯ ই অক্টোবর থেকে জাতীয় ডাক সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ মেল ও পার্সেল দিবস পালন এবং ১৩ই অক্টোবর অন্ত্য়োদয় দিবস পালন করা হবে। অন্ত্য়োদয় দিবস পালনে ‘সমাজের দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং ডাকবিভাগের ভূমিকা’ শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছে।
গ্রাহকদের সুবিধার্থে know your postman নামে একটি নতুন অ্যাপ চালু
বুধবার,১২/১০/২০২২
555