G-7 নেতৃবৃন্দ, ইউক্রেনে রাশিয়ার উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হানার তীব্র নিন্দা করেছেন। জরুরী ভিত্তিতে ইউক্রেনের সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জামের প্রয়োজন মেটানোর অঙ্গীকার করেছেন তারা। যতদিনই এই যুদ্ধ চলুক না কেন, তারা ইউক্রেনের পাশে থাকবেন বলে জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে G-7 নেতারা বলেছেন, ইউক্রেনের শীতকালীন প্রস্তুতিতে সাহায্য করতে তারা দায়বদ্ধ। যুদ্ধ বিধ্বস্ত দেশটির রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কি, আকাশ পথে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার ব্যবস্হা যোগানোর আবেদন জানিয়েছেন G-7 নেতৃবৃন্দের প্রতি।
ইউক্রেনের সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জামের প্রয়োজন মেটানোর অঙ্গীকার
বুধবার,১২/১০/২০২২
1165