পার্বত্য রাজ্য ত্রিপুরায় দুর্গাপুজোর আয়োজনে উঠে এসেছে অভিনবত্ব। আজাদ হিন্দ সংঘের এবারের পুজোর থিম “আন্দামানের জারোয়া জনগোষ্ঠী”। উদ্যোক্তাদের আশা এই ভাবনা নজর কড়বে দর্শনার্থীদের। আন্দামানের জারোয়া জনগোষ্ঠীদের জীবনযাত্রা দেখে দর্শনার্থীরা পৌঁছে যাবেন আন্দামানের সেই প্রত্যন্ত দ্বীপে। পার্বত্য রাজ্যে ত্রিপুরাতেও দুর্গাপুজোর আয়োজনে রয়েছে নানান চমক। ভাবনায় উঠে এসেছে অভিনবত্ব। রাজধানী শহর আগরতলার বড় বড় পুজো উদ্যোক্তারা দর্শনার্থীদের জন্য মেলে ধরেছেন নতুন নতুন উপহার। আগরতলা ধলেশ্বরস্থিত আজাদ হিন্দ সংঘের এবারের পুজোর থিম “আন্দামানের জারোয়া জনগোষ্ঠী”। আদিবাসীদের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে এখানকার পুজো মন্ডপে। প্রতিমা তৈরি করেছেন কলকাতার মৃৎশিল্পী অমর পাল। প্যান্ডেল তৈরি করেছেন বর্ধমানের শিল্পী সুধাংশু মন্ডল। চন্দননগর থেকে তারা নিয়ে এসেছে আলোকসজ্জা।
পুজো উদ্যোক্তারা জানিয়েছেন তাদের এবারের পুজোর বাজেট ২২ লক্ষ টাকা। ধলেশ্বরস্থিত আজাদ হিন্দ সংঘের সদস্যদের আশা তাদের এবারের ভাবনা নজর কড়বে দর্শনার্থীদের। আন্দামানের জারোয়া জনগোষ্ঠীদের জীবনযাত্রা দেখে দর্শনার্থীরা পৌঁছে যাবেন আন্দামানের সেই প্রত্যন্ত দ্বীপে।
পুজোর থিম “আন্দামানের জারোয়া জনগোষ্ঠী”
শনিবার,০১/১০/২০২২
857