গ্রামের বৃদ্ধ বাবা-মাদের নিয়ে ঠাকুর দেখতে


শনিবার,০১/১০/২০২২
800

বাঙালির সর্বকালের সেরা উৎসব দুর্গাপুজো আর এই দুর্গা পুজোতে 8 থেকে 80 সব বয়সের মানুষজন পুজোর কটা দিন আনন্দে মেতে থাকে ।কিন্তু বহু মানুষজন আছে যারা আর্থিক অভাব এবং পরিস্থিতির শিকারে পূজোর কটা দিন খুব একটা আনন্দ কাটে না। সেই রকমই গ্রামের বৃদ্ধ বাবা-মাদের নিয়ে ঠাকুর দেখতে বেরোলেন বজবজ ২ নম্বর ব্লকের সহ-সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য আজ থেকে তিন বছর আগে নিজের বাবা মাকে হারান তিনি তারপর থেকে প্রত্যেক পুজোতে নিয়ে গ্রামের বৃদ্ধ বাবা-মাদের নিয়ে তিনি ঠাকুর দেখতে বেরহন। ঠিক সেই রকম আজ সকালে বৃদ্ধ বাবা মাদের নিয়ে বাসে করে কলকাতার বিভিন্ন জায়গার ঠাকুর দেখলেন এবং বৃদ্ধ মানুষজন প্রত্যেক বছর সুব্রত বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে খুব খুশি

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট