জলপাইগুড়ি বৈকন্ঠপুর রাজবাড়িতে, নিত্য পূজিতা সোনার দূর্গার চক্ষুদানের মধ্য দিয়ে দূর্গা পুজোর সূচনা হয়ে গেলো।এই বছর ৫১৩ বছরে পা দিল।সোনার দূর্গার চক্ষুদানের পাশাপাশি এদিন বাজবাড়ির মৃন্ময়ী প্রতিমারও চক্ষুদান করা হয়।কালীকা পুরান মতে জলপাইগুড়ি বৈকন্ঠপুর রাজবাড়িতে পূজিত হন দূর্গা।রাতে পূজিত হবেন কালী।
দূর্গার চক্ষুদানের মধ্য দিয়ে দূর্গা পুজোর সূচনা
বুধবার,২৮/০৯/২০২২
597