আসন্ন দূর্গাপুজোয় দর্শনার্থীদের ও যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের অতিরিক্ত ৫০ জোড়া EMU লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পঞ্চমী থেকে ৫ অক্টোবর দশমী পর্যন্ত প্রতিদিন রাতে শহরতলীতে মোট ২০ টি স্পেশাল ট্রেন চালানো হবে যেগুলি প্রতিটি স্টেশনে থামবে। এছাড়া শহরতলির লোকাল ট্রেন সার্ভিস আগামী ২, ৩, ৪, ৫ এবং ৯ অক্টোবর দুপুর দুটো পর্যন্ত যাত্রা শুরুর স্টেশনে রবিবারের সময়সূচি অনুসরণ করবে। দুটোর পরে যথারীতি চলবে এবং সমস্ত স্টেশনে থামবে। এছাড়া একটা শিয়ালদা – বারুইপুর প্যাসেঞ্জার স্পেশাল শিয়ালদা থেকে বিকেল ৫ টা ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। ৬টি মাতৃ ভূমি লোকাল সহ মোট ১৩ টি EMU লোকাল ওই দিন গুলিতে বাতিল থাকবে বলে পূর্ব রেল সূত্রের খবর।
শিয়ালদা ডিভিশনের অতিরিক্ত ৫০ জোড়া EMU লোকাল
বুধবার,২৮/০৯/২০২২
698