রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প আইনসম্মত নয় বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দুয়ারে রেশন প্রকল্পের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। আজ ওই মামলার রায়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০১৩ সালের খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী দুয়ারে রেশন প্রকল্প। আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই।
গতবছর ১৬ নভেম্বর কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে ওই প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্টে যায় তার জন্য সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হবে বলে জানিয়েছেন বিশ্বম্ভর বসু।